ঢাকা, ৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে

স্টাফ রিপোর্টার
৩ মে ২০২৫, শনিবার
mzamin

নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিলের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বাদ জুমা অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামবিরোধী, কোরআনবিরোধী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী। কেবল প্রতিবেদন বাতিল নয়, পুরো কমিশনই বাতিল করতে হবে। তিনি আরও বলেন, আপনারা (অন্তর্বর্তীকালীন সরকার) ক্ষমতায় এসেছেন ২০১৩ সালে হেফাজতের নেতাদের রক্তের বিনিময়ে। যদি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে আবারো আন্দোলনে নামতে বাধ্য হবো।
সমাবেশে হেফাজতের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাশেমী বলেন, আগামীকাল যে সমাবেশ হতে যাচ্ছে, এটা কোনো নারীবিরোধী সমাবেশ নয়। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ইসলাম ও নারীদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা মা-বোনদের আশ্বস্ত করতে চাই, ইসলাম নারীদের সর্বোচ্চ পর্যায়ের সম্মান দিয়েছে, সর্বোচ্চ পর্যায়ের অধিকার দিয়েছে। যারা নারীর নাম ব্যবহার করে, নারী কমিশনের নামে নারী-পুরুষ বৈষম্যের মতো আচরণ শুরু করেছে, তাদের বিরুদ্ধে হেফাজতের এই সমাবেশ।
এ সময় হেফাজতে ইসলাম তাদের চার দফা দাবি পেশ করে- নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল,  সংবিধানে বহুত্ববাদ বাদ দিয়ে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃপ্রতিষ্ঠা,  হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার, ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর ‘নিপীড়ন ও গণহত্যা’ বন্ধে সরকারের কার্যকর ভূমিকা। 
সমাবেশে আরও বক্তব্য রাখেন- মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা মীর ইদ্রিস, মুফতি জাবের কাশেমী, মুফতি আজহারুল ইসলাম, মুফতি ফখরুল ইসলাম, অধ্যক্ষ আবু তাহের খান, মাওলানা জয়নুল আবেদীন, গাজী ইয়াকুব ওসমানী, মাওলানা ইউসুফ সিদ্দিকী এবং মুফতি শরীফুল্লাহ। বক্তারা কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে দেশের বিভিন্ন জেলার মাদ্রাসায় সফরের বিবরণ তুলে ধরেন এবং তৃণমূল নেতাকর্মীদের বৃহৎ জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানান।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status