দেশ বিদেশ
ফজলুর রহমানের বক্তব্য সরকারের নীতির প্রতিফলন নয়- পররাষ্ট্র মন্ত্রণালয়
স্টাফ রিপোর্টার
৩ মে ২০২৫, শনিবারবিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার স্পষ্ট করতে চায় যে, মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত। এ মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয়। তাই সরকার কোনোভাবেই এই ধরনের মন্তব্য অনুমোদন কিংবা সমর্থন করে না। সরকার সংশ্লিষ্ট সকল পক্ষকে মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যকে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক সম্মান এবং সব দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।