দেশ বিদেশ
নান্দাইলে দায়ের কোপে চাচা খুন, ভাতিজা আটক
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
৩ মে ২০২৫, শনিবারময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাচা দেলোয়ার হোসেন দিলু (৪৫) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার মুসুল্লী ইউনিয়নের শুভখিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘাতক ভাতিজা এনামুল (৪০)কে আটক করেছে। নিহত দেলোয়ার শুভখিলা গ্রামের মৃত শিরো মিয়ার ছেলে। ঘাতক এনামুল নিহতের আপন চাচাতো ভাই হামিদুল হকের ছেলে। থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত দেলোয়ারের সঙ্গে ভাতিজা এনামুলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন পূর্বে এনামূল জোরপূর্বক গাছ কেটে নেয়ার চেষ্টা করলে প্রশাসনের নিকট অভিযোগ করে বাধা দিয়েছিলেন দেলোয়ার। এতে এনামূল হক ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাড়ির সামনে দেশীয় অস্ত্র রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দেলোয়ারকে মারাত্মক আহত করে। স্বামীকে বাঁচাতে স্ত্রী রুমা আক্তার এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত দেলোয়ার ও তার স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে দেলোয়ারের মৃত্যু হয়। নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘাতক এনামূলকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।