দেশ বিদেশ
নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পাক রাষ্ট্রদূতের বৈঠক
মানবজমিন ডেস্ক
৩ মে ২০২৫, শনিবারনিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন সংস্থাটিতে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার। সমপ্রতি ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনা করেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, বৈঠকে দুই কর্মকর্তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির সামপ্রতিক পরিবর্তন নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
তারা চলমান উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত ইফতিখার এ সময় পাকিস্তানের পক্ষ থেকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির একমাত্র পথ হলো সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততা। ইসলামাবাদ সবসময়ই এই শান্তিপূর্ণ পন্থার পক্ষে রয়েছে বলে মহাসচিবকে অবহিত করেন তিনি।