দেশ বিদেশ
মেলান্দহে মে দিবসে শ্রমিক দলের র্যালি
জামালপুর প্রতিনিধি
৩ মে ২০২৫, শনিবার
মেলান্দহ উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দল ও পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে শ্রমিক দলের উদ্যোগে মে দিবসের বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজার প্রদক্ষিণ করে মাহমুদপুর রোড মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন- পৌর বিএনপি’র সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল তালুকদার, সাবেক সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রহিম, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম হাফিজ নাহিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলায়মান শেখ, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন, পৌর শ্রমিক দলের সভাপতি শাহিদ, সাধারণ সম্পাদক তুহিন মাহমুদ প্রমুখ। র্যালিতে কয়েক হাজার বিএনপি’র নেতাকর্মী অংশ নেন।