দেশ বিদেশ
হেফাজতের মহাসমাবেশ আজ
স্টাফ রিপোার্টার
৩ মে ২০২৫, শনিবারঢাকায় আজ মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ শুরু হবে। ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরের নৃশংসতাসহ আওয়ামী লীগ আমলে গুম, খুনের বিচার, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, সব মামলা প্রত্যাহার এবং নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআনবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে এ মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।
এই কর্মসূচি সফল করতে ইতিমধ্যে বিভিন্ন সভা ও বৈঠক করেছে সংগঠনটি। সমাবেশে সারা দেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা আসবে বলে জানা গেছে। এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।
ওদিকে গতকাল এক বিবৃতিতে মহাসমাবেশে যোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।