দেশ বিদেশ
অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি দুলুর
নাটোর প্রতিনিধি
(১ দিন আগে) ১ মে ২০২৫, বৃহস্পতিবার, ৫:৪৩ অপরাহ্ন

নাটোরে পহেলা মে উপলক্ষে শ্রমিক সমাবেশে বিএনপি'র কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অবিলম্বে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানালেন। দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
দুলু বলেন, বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে শ্রমিকরা। তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা ও সকল আন্দোলনে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনেও তাদের রক্ত ঝরেছে। আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
তিনি আজ শহরের কানাইখালিতে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এর আগে সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।