অনলাইন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
মে-জুনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ন্যূনতম ঐকমত্যে পৌঁছানো সম্ভব
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৪৬ অপরাহ্ন

জাতীয় ঐকমত্য কমিশনের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। যেহেতু এই কমিশনের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তাই আগামী মে থেকে জুনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি ন্যূনতম ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘কমিশন যদি অন্তত ন্যূনতম বটম লাইনে পৌঁছাতে পারে, তাহলে দেশ একটি মানবিক ও গণতান্ত্রিক পথে এগোবে। তবে বেশি টানাটানি করলে রশি ছিঁড়ে যেতে পারে। এটি আমাদের সবারই মনে রাখা উচিত।’
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জুলাই সনদ কেবল সরকারের একক ইচ্ছার বিষয় নয়, এটি একটি জাতীয় স্বার্থের দলিল হবে। আমরা ভিন্ন ভাষায় কথা বললেও আমাদের লক্ষ্য অভিন্ন। জনগণের আস্থা অর্জন এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।’
বৈঠকে কমিশন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মধ্যে রাজনৈতিক পরিবেশে আস্থা পুনর্গঠন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা এবং জাতীয় সংলাপের সম্ভাব্য রূপরেখা নিয়েও আলোচনা হয়।
জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এতে দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মুশতাক, মাহমুদ হোসেন ছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ শিমুল উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।