ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

মোদিকে বিশেষ সংসদ অধিবেশন ডাকার আহ্বান কংগ্রেসের

‘ভারতকে দেখাতে হবে...’

মানবজমিন ডিজিটাল

(৯ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১২:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪৪ অপরাহ্ন

mzamin

পেহেলগাম ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। গত ২২ এপ্রিল ২৬টি প্রাণের বিনিময়ে পেহেলগামকে রক্তাক্ত করেছে সন্ত্রাসবাদীরা। রাজনীতি ভুলে দেশের স্বার্থে তীব্র নিন্দায় মুখর হয়েছেন সব দলের নেতানেত্রী। সঙ্গে সঙ্গে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছেন কংগ্রেসের লোকসভার এমপি রাহুল গান্ধী এবং রাজ্যসভার এমপি মল্লিকার্জুন খাড়গে। এমনকি এই পরিস্থিতিতে দলের কোনও কোনও নেতা বিরূপ মন্তব্য করলেও কংগ্রেস জানিয়ে দিয়েছে এই ইস্যুতে দলের ঘোষিত অবস্থানই মেনে চলতে হবে। ফলে সন্ত্রাসদমনে যে কেন্দ্রের প্রতি পদক্ষেপের পাশে থাকবে কংগ্রেস, তা অত্যন্ত সুস্পষ্টভাবে বারবার বোঝানো হয়েছে। 

আর এই অবস্থান থেকেই কংগ্রেস সভাপতি তথা বর্ষীয়ান এমপি চান, জাতীয় নিরাপত্তায় এত বড় ধাক্কার ঘটনায় লোকসভা ও রাজ্যসভায় বিশেষ অধিবেশন বসুক। আলোচনা হোক শাসক-বিরোধী সকলে মিলে। একজোট হয়ে নিহতদের পরিবারগুলোর পাশে থাকার বার্তা দেয়ার পাশাপাশি ‘শত্রুদেশকে’ও বুঝিয়ে দেয়া হোক সন্ত্রাস চালিয়ে ভারতের ঐক্য ভাঙা যাবে না। অন্য একটি চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, পেহেলগামে সন্ত্রাসী হামলা প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে। এই সংকটময় সময়ে ভারতকে দেখাতে হবে যে আমরা সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে থাকব। বিরোধী দল বিশ্বাস করে যে, সংসদের উভয় কক্ষের একটি বিশেষ অধিবেশন ডাকা উচিত, যেখানে জনগণের প্রতিনিধিরা তাদের ঐক্য এবং দৃঢ়তা প্রদর্শন করতে পারেন। আমরা অনুরোধ করছি যে, যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের একটি বিশেষ অধিবেশন ডাকা হোক।’

৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া সংসদের বাজেট অধিবেশন ৪ এপ্রিল শেষ হয়। জুলাই মাসে বর্ষাকালীন অধিবেশনের জন্য লোকসভা ও রাজ্যসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে লেখা কংগ্রেস প্রধানের চিঠিটি নয়াদিল্লি এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এসেছে। সরকার এর আগে বিরোধী নেতাদের তাদের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে অবহিত করার জন্য একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিল। খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন যে, যেকোনো পদক্ষেপের জন্য সরকারের প্রতি বিরোধী দলের পূর্ণ সমর্থন রয়েছে।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

ইজরাইল আর ভারত এক নয়। ভারত যদি ইজরাইলের ভুমিকা গ্রহণ করে তবে তার খেসারত দিতে হবে।

আজাদ আবদুল্যাহ শহিদ
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১:০৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status