অনলাইন
টানা পাঁচ রাত ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি
অনলাইন ডেস্ক
(১১ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৭ অপরাহ্ন

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টানা পাঁচ রাত ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক সেই পরিস্থিতিতে কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকা এবং আখনুর সেক্টরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ২৮ এপ্রিল দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকা এবং আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এই উসকানির যথাযথ ও কার্যকর জবাব দিয়েছে।
ভারতের দাবি, গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনারা এলওসি বরাবর বিভিন্ন ভারতীয় অবস্থানে গুলি চালিয়ে আসছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর পর থেকে ভারত ও পাকিস্তানে মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পাঠকের মতামত
Good