অনলাইন
মালয়েশিয়া-মালদ্বীপের মধ্যে মুসলিম-বান্ধব পর্যটন জোরদারের উদ্যোগ
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(১২ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর উপস্থিতিতে মালয়েশিয়া ও মালদ্বীপের মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি এক্সচেঞ্জ অব নোটস (ইওএন) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে স্বাস্থ্য, ক্রীড়া, পর্যটন, কূটনৈতিক প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া খাতে এই চুক্তিগুলো সম্পন্ন হয়।
দেশটির বারনামা, মালয় মেইল ও দি সান সহ বেশ কয়েকটি পত্রিকা জানিয়েছে, পার্দানা পুত্র ভবনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সরকারি সফরের অংশ, যা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে। ভিজিট মালয়েশিয়া -২০২৬ ক্যাম্পেইনের সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া ও মালদ্বীপ মুসলিম-বান্ধব পর্যটন এবং হালাল পর্যটনের উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে। উভয় নেতা পর্যটন প্রবাহ বাড়ানোর পাশাপাশি মুসলিম পর্যটকদের জন্য বিশেষ সুবিধা সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন।
অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আস্থা প্রকাশ করে, আনোয়ার ও মুইজ্জু উভয়েই দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন কার্যক্রম বৃদ্ধির আশা প্রকাশ করেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মালয়েশিয়ান বিনিয়োগকারীদের মালদ্বীপের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। বিশ্বব্যাপী হালাল পণ্য ও পরিষেবা বাড়তে থাকা চাহিদার প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রী আনোয়ার মালয়েশিয়ার হালাল শিল্প উন্নয়নের অভিজ্ঞতা ও দক্ষতা ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সংস্কৃতি ও শিক্ষা খাতে সহযোগিতা বিস্তারের লক্ষ্যে, দুই নেতা সাহিত্য, পরিবেশনা শিল্প, সাংস্কৃতিক প্রশিক্ষণ ও শিক্ষা বিনিময় কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন, যাতে দুদেশের জনগণ পরস্পরের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আরও গভীর ধারণা লাভ করতে পারে। মুইজ্জু মালয়েশিয়ার সহযোগিতাপূর্ণ পরিবেশের প্রশংসা করে বলেন, "মালদ্বীপের শিক্ষার্থী, পর্যটক এবং চিকিৎসা-গমনকারীরা এর সুফল পাচ্ছেন।" উভয় নেতা নিজেদের নাগরিকদের কল্যাণের জন্য সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
এটি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে ড. মুইজ্জুর প্রথম মালয়েশিয়া সফর, যা গত ১৭ নভেম্বর ২০২৩ তারিখে দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত হলো। সফরটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আজকের দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা মালয়েশিয়া-মালদ্বীপ সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি, প্রেসিডেন্ট মুইজ্জু আনোয়ার ইব্রাহিমকে সুবিধাজনক সময়ে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান।
আগামীকাল(মঙ্গলবার) প্রেসিডেন্ট মুইজ্জুকে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এর পক্ষ থেকে "ইসলামিক নেতৃত্ব ও মাদানি উন্নয়নে" সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি ডিগ্রি প্রদান করা হবে। ডিগ্রি প্রদান করবেন আইআইইউএম-এর সাংবিধানিক প্রধান, পাহাং-রাজ্যের তেংকু আমপুয়ান, তেংকু আজিজাহ আমীনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহ। অনুষ্ঠানে তিনি "বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণ: ইসলামী সভ্যতার বৈজ্ঞানিক ও আধুনিক উন্নয়নের উন্মোচন" শীর্ষক এক পাবলিক বক্তৃতা দেবেন।
উল্লেখ্য, ২০২৪ সালে মালয়েশিয়ার সাথে মালদ্বীপের মোট বাণিজ্য ৪.৩ শতাংশ বেড়ে ৮৬২.৭ মিলিয়ন রিঙ্গিতে (১৮৯ মিলিয়ন মার্কিন ডলার) দাঁড়িয়েছে, যেখানে ২০২৩ সালে তা ছিল ৮২৭.৩ মিলিয়ন রিঙ্গিত (১৮০.৯ মিলিয়ন মার্কিন ডলার)। বর্তমানে মালদ্বীপ দক্ষিণ এশিয়ার মধ্যে মালয়েশিয়ার ষষ্ঠ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।