অনলাইন
পেহেলগাম হামলা
ভারতকে সবরকম সাহায্যের আশ্বাস এফবিআই প্রধানের
স্টাফ রিপোর্টার
(৩ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১২:২২ অপরাহ্ন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
প্যাটেল বলেছেন, এই হামলা পুরো বিশ্বকে মনে করিয়ে দেয় যে, সন্ত্রাস কীভাবে বারবার ভয় দেখাচ্ছে আমাদের।’ গত ২২ এপ্রিল এই নৃশংস হামলায় ২৬ জন নিহত হন। পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈইবার (এলইটি) একটি ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। এটি ভারতের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক কূটনৈতিক সমালোচনা সৃষ্টি করেছে। একইসঙ্গে জনসাধারণের মধ্যেও ক্ষোভের জন্ম দিয়েছে।
এক্সে প্যাটেল লিখেছেন, কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার শিকার সকলের প্রতি এফবিআই সমবেদনা জানাচ্ছে। ভারত সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও হামলার একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি। বিদেশ মন্ত্রক এক্সে এক পোস্টে লিখেছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং এই জঘন্য হামলার অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।
যদিও ট্রাম্প তার প্রথম মেয়াদে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। তবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাওয়ার পথে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি সেই প্রস্তাব নিয়ে কিছু বলতে চাননি। পরিস্থিতি নিয়ে তিনি কি উদ্বিগ্ন এবং ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, ১৫০০ বছর ধরে ওই সীমান্তে উত্তেজনা রয়েছে। আমি নিশ্চিত যে, তারা কোনো না কোনোভাবে এর সমাধান বের করে ফেলবেই।
মধ্যস্থতা করার কোনও ইচ্ছা না দেখানো সত্ত্বেও ট্রাম্প এবং তার কর্মকর্তারা দ্রুত পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ভারতকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডও অপরাধীদের বিচারের আওতায় আনার ভারতের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। এক্সে এক পোস্টে গ্যাবার্ড লিখেছেন, এই জঘন্য হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার সময় আমরা আপনাদের সঙ্গে আছি এবং সমর্থন করছি। সূত্র: এনডিটিভি