বিনোদন
সাবধান করলেন পলাশ
স্টাফ রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৫, সোমবার
তারকাদের নাম ও ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেশ পুরনো। কিছুদিন পর পরই এমন খবর আসে। যার কারণে বিড়ম্বনায় পড়তে হয় তারকাদের। এবার তেমনই এক বিড়ম্বনার শিকার হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। এই অভিনেতার নামে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে তার নাম-ছবি ব্যবহার করে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে। বিষয়টি উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে সাবধান করেছেন বুশরা নামের এক তরুণী। তার সেই স্ট্যাটাস শেয়ার করে পলাশও জানিয়েছেন, তিনি কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করছেন না। কেউ যেন এসব প্রতারণার ফাঁদে পা না দেন। জানা গেছে, সম্প্রতি জেনারেশনের জনপ্রিয় একটি ডেটিং সাইট বা অ্যাপ বাম্বল। ইদানীং সেলিব্রেটিদের ছবি দিয়ে ফেক আইডি খোলা একটা নরমাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, এই বাম্বলে পলাশের প্রোফাইলটা ভেরিফায়েড। এখানে কোনো প্রোফাইল ভেরিফাই করতে হলে তাদের ফেস আইডি ম্যাচ করতে হয়। এদিকে, ভক্তদের সতর্ক করে পলাশ ফেসবুকে লিখেছেন, প্লিজ সাবধান। এসব ফেক প্রোফাইল দিয়ে কেউ প্রতারিত হবেন না। আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করি না।