বিনোদন
বুলগেরিয়ার উৎসবে দেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যানাদার ওয়ার্ল্ড’
স্টাফ রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৫, সোমবার
বুলগেরিয়ার গোল্ডেন ফেমি চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হলো বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যানাদার ওয়ার্ল্ড’। ছবিটি পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। তাকে উৎসবে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। দুই অনাথ ভাই আলাদিন ও আলামিনকে ঘিরে ছবিটির গল্প নির্মিত। এ দুই চরিত্রে অভিনয় করেছেন ঢাকার উত্তরার বাস্তবের দুই টোকাই। এ ছাড়াও অভিনয় করেছেন- জিএম মাসুদ ও মারজিয়া। গত ১৯শে এপ্রিল কে এম সোহাগ রানাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন গোল্ডেন ফেমি চলচ্চিত্র উৎসবের আর্টিস্টিক পরিচালক ইফেমিয়া ফার্দ। তিনি এতে উল্লেখ করে বলেছেন, ‘অ্যানাদার ওয়ার্ল্ড’ ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি। আগামী ৭ই জুন সোফিয়া বলকান প্যালেস হোটেলের রয়েল হোটেলে পুরস্কার বিতরণ করা হবে। উৎসবের সম্মানসূচক পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে থাকবেন বুলগেরিয়ার ভাইস
প্রেসিডেন্ট ইলিয়ানা লোতোভা। কে এম সোহাগ রানা বলেন, যেকোনো বৈশ্বিক মঞ্চে জায়গা পাওয়া অন্য রকম ভালো লাগার ব্যাপার। আমার অনুভূতি এমনই। আন্তর্জাতিক অঙ্গনে এটাই আমার প্রথম কোনো স্বীকৃতি। এজন্য কৃতজ্ঞতা জানাই নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে। তার কাছেই নির্মাণ শেখা। স্বল্পদৈর্ঘ্য ছবির মাধ্যমে আমি একটি বার্তা দিতে চেয়েছি। শিশুদের দৃষ্টিকোণ থেকে সমাজ কিংবা রাষ্ট্রের প্রতি সাধারণ কিছু প্রশ্ন রেখেছি।