প্রথম পাতা
ডিসেম্বরে নির্বাচন নিয়ে যে অবস্থানে গণতন্ত্র মঞ্চ
স্টাফ রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
ফাইল ফটো
ডিসেম্বরে সংসদ নির্বাচন প্রশ্নে শরিক জোট ও মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এরমধ্যে মঙ্গলবার যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করে দলটি। জোট শরিকদের অন্যান্য আলোচনার ন্যায় এই বৈঠকেও ডিসেম্বরে নির্বাচনের প্রশ্ন ওঠে। সেখানে ডিসেম্বরেই নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় বেঁধে দিতে চান না গণতন্ত্র মঞ্চ নেতারা। তারা বলছে, নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, এর আগেও ভোট হতে পারে কিংবা আগামী বছর ফেব্রুয়ারি এবং এপ্রিলেও নির্বাচন হতে পারে। মঞ্চের সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সংস্কার ও নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে সংস্কার এবং নির্বাচন নিয়ে অন্তর্বর্র্তী সরকারকে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান নেতারা। বলেন, সংস্কার এবং নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে জোর দেয়া উচিত। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দিকে যাওয়া উচিত। এ ছাড়া ফ্যাসিবাদের দোসরদের বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করার বিষয়েও কোনো কোনো নেতা তাদের মতামত তুলে ধরেন।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই অনানুষ্ঠানিক বৈঠক হয়। সূত্র জানায়, এটি ছিল একটি অনানুষ্ঠানিক বৈঠক। সন্ধ্যা সাড়ে ৭ থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত এই বৈঠক হয়।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মানবজমিনকে বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি, নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, আবার এক থেকে দুই মাস আগেও নির্বাচন হতে পারে। মূলত এ বিষয়েই আলোচনা হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মানবজমিনকে বলেন, বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও নির্বাচনে জোর দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এসব তিন মাসের মধ্যে গুছিয়ে এনে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলেও আলোচনায় উঠে এসেছে।
বৈঠকের ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল মানবজমিনকে বলেন, বিএনপি’র সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক। এতে দ্রুত নির্বাচননের রোডম্যাপসহ সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।
গত ১৭ই এপ্রিল থেকে বিএনপি’র তার শরিক জোট ও মিত্রদের সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক শুরু করে। এখন পর্যন্ত বিএনপি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, সিপিবি, বাসদ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, এনডিএম, গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্য, জন অধিকার পার্টিসহ প্রভৃতি দলের সঙ্গে বৈঠক শেষ করেছে।
এসব দলের সঙ্গে বৈঠকে দলগুলোর নেতারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবির বিষয়ে বিএনপি’র সঙ্গে একমত পোষণ করেন। প্রয়োজনে এই সময়ের মধ্যে নির্বাচন দাবিতে কর্মসূচি দেয়া যেতে পারে বলেও মত দেন এসব দলের নেতারা। এসব বৈঠকে অংশ নেয়া নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সঠিক সময় নির্ধারণ করতে না পারলে প্রয়োজনে রাজনৈতিক কর্মসূচি দিয়ে এগোতে হবে। ওদিকে বিএনপি’র এক সময়ের জোট সঙ্গী জামায়াত নির্বাচন বিষয়ে কিছুটা নমনীয় অবস্থান প্রকাশ করে আসছে। দলটির আমীর ডা. শফিকুর রহমান সম্প্রতি জানিয়েছেন, আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত।