খেলা
তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে স্বপ্নভঙ্গ টিটিতে
স্পোর্টস রিপোর্টার
১২ আগস্ট ২০২২, শুক্রবার
ইসলামিক সলিডারিটি গেমসে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস দল। পদকের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় পুরুষ দলগত বিভাগে। গতকাল টিটিতে পুরুষ দলের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ৩-০ সেটে ইয়েমেনের কাছে হেরে যান রামহিম, মুহতাসিন আহমেদরা। লড়াইয়ের শুরুটা হয়েছিল বাংলাদেশের জয় দিয়ে। সাব্বির প্রথম গেম জেতেন। পরের তিন গেমে হারায় বাংলাদেশ প্রথম সেট হারে। হৃদয় দ্বিতীয় সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে জেতেন। অবশ্য পরের দুই গেম জেতে প্রতিপক্ষ। চতুর্থ গেমে হৃদয় জিতলে শেষ গেম হয়ে দাঁড়ায় সেট নির্ধারণী। শেষ গেমে হৃদয় ১১-৭ পয়েন্টে হার দেখেন। রামহিম ও হৃদয় দ্বৈতের ম্যাচ খেলেন। এই সেটে বাংলাদেশ ৩-০ গেম পয়েন্টে হারলে পদক জেতার স্বপ্ন ভাঙে বাংলাদেশের।