অনলাইন
ভারতে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠাতে সব রাজ্যকে নির্দেশ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৯ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
ভারতে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠাতে দেশটির সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক।
শুক্রবার দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মুখ্যমন্ত্রীদের জানান, সংশ্লিষ্ট রাজ্যে কোনও পাকিস্তানের নাগরিক আছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। যদি কেউ থেকে থাকেন, তবে তাঁকে শনাক্ত করতে হবে এবং পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে শাহের এই কথোপকথনের বিষয়ে কেন্দ্র বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।
পাকিস্তানিদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ করে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, সে দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখা হচ্ছে। আগে দেওয়া ভিসাও বাতিল করার কথা জানিয়েছে ভারত। ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এই আবহেই এ বার বিভিন্ন রাজ্যে থাকা পাকিস্তানিদের খুঁজে তাঁদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিলেন অমিত শাহ।
ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে পাকিস্তানিদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।উত্তরপ্রদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, বর্তমানে রাজ্যে ১,০০০ থেকে ১,২০০ পাকিস্তানি নাগরিক বাস করছেন। কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক বহিষ্কার আদেশ এখনও পাওয়া না গেলেও, নির্দেশ জারি হওয়ার সাথে সাথেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে।
রাজ্যে পাকিস্তানি নাগরিকদের সনাক্তকরণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। কেন্দ্রের কাছ থেকে চূড়ান্ত নির্দেশনা পাওয়ার পর তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রাজ্যে মেয়াদোত্তীর্ণ অবস্থানকারী পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। পুনে জেলা প্রশাসন ১১১ জন পাকিস্তানি নাগরিক কে চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রস্তুতি
শুরু করেছে।