বিনোদন
ভরপুর অ্যাকশনে ফিরছেন শুভ
স্টাফ রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৫, শনিবার
দীর্ঘদিন থেকে পর্দার বাইরে রয়েছেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। সর্বশেষ শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’- এ অভিনয় করেছিলেন। তবে, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সেই সিনেমা নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। এরপর আড়ালেই চলে যান তিনি। গেল বছর ব্যক্তিগত জীবন নিয়েও পড়েন সংকটে। দিয়েছেন সংসার ভাঙার খবর। সবকিছু ছাপিয়ে হঠাৎ অ্যাকশন অবতারে দেখা দিলেন শুভ। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ১৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন অভিনেতা। সেখানে নায়ককে দেখা যায় পুরো ধুন্ধুমার এক অ্যাকশন রূপে। এদিকে, আগামী কোরবানির ঈদে আসছে তার অভিনীত সিনেমা ‘নীলচক্র’। তাই নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি তার আসন্ন চলচ্চিত্র ‘নীলচক্র’ এর দৃশ্য এটি? এর আগে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল ‘নীলচক্র’র, এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। এতে আরিফিন শুভ’র বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। গল্পে দেখা যাবে প্রযুক্তির কল্যাণে নতুন প্রজন্ম যেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনি পা দিচ্ছে নানান ফাঁদেও। সে গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান।