প্রথম পাতা
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল আসছে
স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে এবার নতুন রাজনৈতিক দল আসছে। আজ শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনালে দলটির আত্মপ্রকাশ হবে বলে জানা গেছে। একই সঙ্গে দলের রূপরেখা এবং পরবর্তী পরিকল্পনাসহ বিস্তারিত তুলে ধরা হবে অভিষেক অনুষ্ঠানে।
সূত্রমতে আত্মপ্রকাশ হতে চলা নতুন রাজনৈতিক দলের নাম ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। নতুন এই রাজনৈতিক দলের লক্ষ্য দেশের রাজনীতিতে নতুন কিছু নিয়ে আসা। সেই লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় নির্বাচনে অংশ নেয়াসহ নানা পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
দল গঠনের বিষয়ে শওকত মাহমুদ মানবজমিনকে বলেন, আমরা মুক্তিযুদ্ধ ও চব্বিশের চেতনা নিয়ে দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে। দলের চেয়ারম্যান হিসেবে থাকবেন ইলিয়াস কাঞ্চন। এছাড়া ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন। আর আমি সেক্রেটারি জেনারেলের পদে আছি।
এক প্রশ্নের জবাবে শওকত মাহমুদ বলেন, আমাদের সব পরিকল্পনাই আছে। এর মধ্যে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইসঙ্গে তিনশ’ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনে দল অংশ নেয়ার চিন্তাও আছে।
দেশের সড়কে নিরাপত্তা নিয়ে জনমত গঠনে দীর্ঘদিন ধরে সক্রিয় ইলিয়াস কাঞ্চনের ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে।