বাংলারজমিন
সোনাগাজীতে বিএনপিকর্মীকে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫
ফেনী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারফেনীর সোনাগাজীতে পূর্ব-বিরোধের জেরে বিএনপিকর্মী আবুল হাশেম (৪২)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত দা, রড, বোরকা সহ আলামত জব্দ করা হয়েছে। গতকাল বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকন।
এর আগে মঙ্গলবার রাতে নিহতের বাবা সত্তরোর্ধ আবদুল শুক্কুর বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চরদরবেশ ইউনিয়নের উত্তর চরদরবেশ গ্রামের সৈয়দ আহমদের ছেলে আক্তার হোসেন (৩৫), একই এলাকার কামাল হোসেনের ছেলে মো. রাকিব (২৫), চরচান্দিয়া গ্রামের মফিজুল হকের ছেলে শেখ রাসেল (৩০), একই এলাকার মো. মানিকের ছেলে মো. শিপন (৩০) ও মোহাম্মদ এনামুল হকের ছেলে মো. সোলেমান (৪৫)। এর মধ্যে চারজন এজহারনামীয় আসামি। সোলেমানকে আসামিদের স্বীকারোক্তিতে গ্রেপ্তার হয়েছে।
পুলিশ জানায়, পূর্ব-বিরোধের জেরে আবুল হাশেমকে পরিকল্পিতভাবে হত্যার পর আসামিরা বিভিন্ন স্থানে গা ঢাকা দেয়। থানায় মামলা দায়েরের পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
মঙ্গলবার রাতে প্রধান আসামি আক্তার হোসেনকে নোয়াখালী জেলার চরজব্বার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাসেল, রাকিব, শিপন এবং তদন্তে প্রাপ্ত আসামি সোলেমানকে সোনাগাজীর চরদরবেশ এবং ওলামাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আসামি আক্তার ও রাকিবের স্বীকারোক্তি মতে তাদের বাড়ি থেকে হত্যার সময় পরিহিত ৩টি বোরকা, ঘটনাস্থলের পার্শ্ববর্তী সাজেদা ফাউন্ডেশনের কার্যালয়ের পিছনের গ্যারেজ থেকে একটি দা, দু’টি রক্তমাখা রড, একটি ওড়না, তিন প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওসি বায়েজীদ আকন বলেন, গ্রেপ্তারকৃত ৫ আসামিকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে যাওয়ার পথে হাশেমকে চরদরবেশ ইউনিয়নের ওলামাবাজার এলাকায় বোরকা পরা কয়েক ব্যক্তি এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।