বাংলারজমিন
খুলনায় সেমিনারে বক্তারা
বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয়ের মাধ্যমেই স্বাধীন ও ন্যায়বিচার সম্ভব
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারখুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ চাদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজি বলেন, বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় মাধ্যমেই স্বাধীন, মুক্ত ও ন্যায়বিচার সম্ভব।সাধারণ মানুষ বঞ্চিত অধিকার ফিরে পেতে বিচার বিভাগের স্বাধীনতার কোন বিকল্প নেই। গতকাল বিকালে খুলনা জেলা আইনজীবীর সমিতি মিলয়াতনে “স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় স্বতন্ত্র সচিবালয়ের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট মো: আব্দুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট শেখ নুরুল হাসান রুবার সঞ্চালনায় সেমিনারে কি-নোট উপস'াপন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন সভাপতি মো:আমিরুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন মহানগর দায়রা জজ মো:শরীফ হোসেন হায়দার,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো:রাকিবুল ইসলাম,চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকরাম হোসেন,বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট আব্দুল মালেক,খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক সহ সভাপতি দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরোপ্রধান মো: রাশিদুল ইসলাম,খুলনা জেলা আইনজীবী সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোল্লা মাসুম রশীদ, সুজন খুলনার সম্পাদক এডভোকেট কুদরত-ই-খুদা।
আলোচকরা বলেন ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতার পরেও যে সরকারি ক্ষমতায় আসেনা কেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তালবাহানা করেছে। বিচার বিভাগের স্বাধীনতা না থাকার কারণে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে স্বতন্ত্র বিচার বিভাগ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি