বাংলারজমিন
সিলেটে ৩০ মিনিট অবস্থান কর্মসূচি
ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৩ এপ্রিল ২০২৫, বুধবারসিলেট কল্যাণ সংস্থাসহ কয়েকটি সংগঠনের ব্যানারে সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবিতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা অবস্থান নেন।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, ‘রাজা আসে, রাজা যায়’ কিন্তু অসৎ দুর্নীতিবাজ ঘুষখোররা বহাল তবিয়তে থাকে। কারণ তারা মুষ্টিমেয় হলেও তাদের কাছে জিম্মি সাধারণ মানুষ ও সরকার। বাংলাদেশের সমৃদ্ধি, উন্নতি ও আত্মনির্ভশীলতার অন্তরায় সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করতে হবে। সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিকস'র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেবের পরিচালনায় কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস'র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, বক্তব্য রাখেন সিলেটী সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও কানাডা প্রবাসী বিশিষ্ট্য কমিউনিটি নেতা মো. আমিনুল ইসলাম ডিনেস, সিবিযুকস'র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. রুয়েল আহমদ বক্ত তুষার, সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সচেতন নাগরিকদের মধ্য থেকে নাঈমুল চৌধুরী। অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, নেতৃবৃন্দদের মধ্য থেকে জয়নাল আবেদীন, নীলমনি কান্ত চন্দ, তাওসিফ হোসেন শোভন, মো. হাবিবুর রহমান, মো. পিকুল হোসেন, মাহবুব মিয়া, নারীনেত্রী রিনা বেগম, মো. জুয়েল মিয়া, দুলাল আহমদ ও মো. আলী হায়দার।