বাংলারজমিন
সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব তুলিপকে অব্যাহতি
গাইবান্ধা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবারগাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুরিন হোসেন সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সুত্রে অব্যহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উলেখ্য, উপজেলা বিএনপি সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ দীর্ঘদিন থেকে দলের পরিচয়ে অপকর্ম ও দলীয় নেতাকর্মীকে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করে বিএনপি’র নেতাকর্মীরা। তার বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ হলে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ ও লিখিত জবার চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তাকে অব্যাহতি দেয়া হয়।