ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘ভবদহ জলাবদ্ধ সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজছে সরকার’

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৩ এপ্রিল ২০২৫, বুধবার

পানি সম্পদ এবং বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ভবদহ সমস্যা একদিনে তৈরী হয়নি। এই সমস্যা দীর্ঘদিনের। বিগত সরকার গুলো শটকার্ট রাস্তায় এই সমস্যার সমাধানের পথ খুজেছেন। কিন্তু তাতে কোন সফলতা আসেনি। কেবল মাত্র সরকারী অর্থের অপচয় হয়েছে। বর্তমান সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজছে। স্থানীয় ভুক্তভোগীমহলের সাথে কথা বলে বাস্তব অভিঙ্গতা নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম দ্বারা বেইজ লাইন সার্ভের মাধ্যমে এই সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্যই সরকার কাজ করছে। 
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের ভবদহ কলেজ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। এ সময় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, খুলার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, পুলিশের ডিআইজি রেজাউল হক, যশোর সেনানীবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমদাদুল হক, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার মিস. রওনক জাহান, ডিডিএলজি রফিকুল হাসানসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভবদহ অঞ্চল পরিদর্শন শেষে বিকাল ৩টায় যশোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষর ও সনেটে তিন উপদেষ্টা পৃথক পৃথক মতবিনিময় করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র  ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) মঙ্গলবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে অবতরণ করেন। এরপর সেনাবাহিনীর প্রতিনিধি টিম, স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং ভবদহবাসীদের প্রতিনিধি দলের সাথে নওয়াপাড়া সরকারী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় মিলিত হন। সভা শেষে স্থানীয় মাঠে কৃষকদের সাথে নিয়ে ধানকাটা কর্মসূচি উদ্বোধন করেন উপদেষ্টাগণ। পরে গাড়িবহর নিয়ে উপদেষ্টারা ভবদহ ২১ ভেল্ট স্লুইস গেট পরিদর্শন করেন। পরে ভবদহ কলেজ মাঠে অপেক্ষারত গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রিজওয়ানা হাসান বলেন, আজকের পরিদর্শনের লক্ষ্যই হচ্ছে সরজমিন এই সমস্যার রাস্তা খুজে তা তেকে বের হওয়ার রাস্তা বের করা। সেজন্যই আমরা তিনজন উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ও বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এই ভবদহ পাড়ে এসেছি। সরজমিন সমস্যা ও তার সমাধানের রাস্তা বের করতে প্রশাসনের সাথে এবং এলাকাবাসীর সাথে কথা বলে কাজ আরম্ভ করতে চাই। আর অতীতের মতো অর্থ রুটপাট প্রতিরোধে এবারের কাজটি আপনাদের চাহিদা মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েই করানো হবে। আপনাদের দায়িত্ব হবে সেনাবাহিনীকে সর্বাত্নক সহায়তা করা। তিনি বলেন, আমাদের সরকারের স্বল্প মেয়াদী পদক্ষেপের কারনে এবছর ভবদহ সংলগ্ন বিল গুলোর ২০ হাজার হেক্টর জলাবদ্ধ জমির মধ্যে এবছর ১৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা সম্ভব হয়েছে। আশা করা হচ্ছে আগামীতে আরো বেশি জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেটা কোন স্থায়ী সমাধান নয়। বর্তমান সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের রক্ষ্যেই কাজ করছে। 
বিকালে যশোর কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা, সনেট সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রনালয়ের উপদেষ্টা ও ডিসির অফিস রুমে পরিবেশ ও বন উপদেষ্টা পৃথকভাবে সংশ্লিষ্ট দপ্তর প্রধান, জেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার সাথে মতবিনিময় করেন। এসব সভায় গণমাধ্যম কর্মীরাও অংশ গ্রহণ করেন। এ সময় উপদেষ্টা ফারুক ই আযম বলেন, যারা পতিত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে রাজপথে পুলিশের গুলিতে বা অন্য কোন আক্রমনকারীদের হাতে নিহত হয়েছেন তারা প্রকৃত শহিদ। আর যারা আহত হয়েছিলেন তারা জুলাই সংগ্রামী হিসেবে চিহ্নিত হবেন। কিন্তু স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওযার পরে আওয়ামী লীগ নেতার হোটেলে অগ্নিকান্ডে নিহত হয়েছেন তারা শহিদ হিসেবে বিবেচিত হতেই পারে না। তাদেরকে অন্যভাবে মুল্যায়ন করা যেতে পারে। তিনি অবিলম্বে শহিদের তালিকার গেজেট থেকে যশোরের জাবের হোটেলে অগ্নিকান্ডে নিহতদের নাম প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status