ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বগুড়ায় পিআইবি’র দিনব্যাপী কর্মশালা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে
২৩ এপ্রিল ২০২৫, বুধবার

বগুড়ায় ‘লিঙ্গ সংবেদনশীল সাংবাদিকতা-লিঙ্গ সম্পর্কিত প্রশ্নাবলী তৈরি করণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের জামিল শপিং সেন্টারে অবস্থিত একটি হল রুমে আয়োজনটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দূরন্ত সংবাদের সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষক হিসেবে ছিলেন, কনসালটেন্ট ট্রেনার জাকিয়া শিশির।  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেন্ডার স্পেশালিস্ট ফারজানা আক্তার রূপা। জেন্ডার স্পেশালিস্ট রতন মালো। উপস্থাপনায় ছিলেন দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহী সদস্য প্রতীক ওমর। কর্মশালায় প্রশিক্ষকগণ সাংবাদিকতার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য বিষয়ক খুটিনাটি বিস্তারভাবে আলোচনা করেন। সেই তৃণমমূল সাংবাদিকদের কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কিভাবে বাঁধা হয়ে দাঁড়ায় সেসব বিষয় নিয়ে মতামত আদাল প্রদান হয়। পরে এসব মতামতের ভিত্তিতে পিআইবি একটি বুকলেট প্রকাশ করবে। যা বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত ক্ষেত্রে সহযোগিতা করবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status