ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শিবির নেতা হত্যায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২৩ এপ্রিল ২০২৫, বুধবার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) বিচারবহির্ভূত হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রমানের আদালতে মামলাটি করেন নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন। বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) মুহাম্মদ বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। 
বাকি আসামিরা হলেন- তৎকালীন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার, এসআই ইব্রাহীম, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন কুমিল্লা জেলা পুলিশের এসএএফ শাখার সদস্য শরিফুল ইসলাম, মোতাহের হোসেন ও আনসার সদস্য মুরাদ হোসেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরার নিজ বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা ধরে নিয়ে যায় শিবির নেতা শাহাব উদ্দিনকে। পরদিন ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার সামুকশার এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status