ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রাজনীতির অপব্যবহারে শিক্ষা ব্যবস্থা জিম্মি: ধর্ম উপদেষ্টা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবার

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাজনীতির অপব্যবহারে শিক্ষা ব্যবস্থা জিম্মি হয়ে পড়েছে। রাজনীতি করতে হলে ক্যাম্পাসের বাইরে গিয়ে করতে হবে এবং সহমর্মিতার রাজনীতি গড়ে তুলতে হবে। ‘যে রাজনীতি মায়ের বুক খালি করে, সে রাজনীতি আমরা চাই না’। এ দেশে ক্ষমতাধররা ক্ষমতায় বসেই লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি তৈরি করে। পৃথিবীর অন্য কোথাও এমন নজির নেই। বর্তমানে নৈতিক শিক্ষার একমাত্র উৎস হচ্ছে মাদরাসা। কারণ মাদ্রাসা শিক্ষার্থীরা মাদকসেবনে জড়ায় না, অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে নেশার প্রসার বিস্তর রয়েছে। সোমবার রাত ৮টায় সিলেটের বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামি একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল হেরা জামেয়া ইসলামি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও একাডেমির প্রধান মাওলানা হাফিজ আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বুয়েটের সাবেক সহকারী অধ্যাপক ও একাডেমির ট্রাস্টি প্রকৌশলী ড. আবুল খায়ের।
অন্যদের মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুনতাসীর আলী, লাউয়াই মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, জামেয়া মোহাম্মদিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান মানিক, মাদরাসা শিক্ষক মাওলানা ওলিউর রহমান, সিলেট ক্যামব্রিয়ান কলেজের পরিচালক শাহিন আহমদ রাজু, মাওলানা মুফতি শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা হাসান বিন ফাহিম প্রমুখ।  
ভার্চুয়ালি স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা রুহুল আমিন দিলোয়ার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী এহসান বিন সিদ্দিক।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status