বাংলারজমিন
কিশোরগঞ্জে প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষকসহ দু’জন কারাগারে
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবারনীলফামারীর কিশোরগঞ্জে দাখিল পরীক্ষার প্রশপত্র্ন ফাঁসের ঘটনায় মঙ্গলবার এক শিক্ষকসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার বিকেলে ইউএনও তাদেরকে কৌশলে ডেকে এনে আটক করেন। এরা হলেন, বড়ভিটা এইউ ফাযিল মাদ্রাসার শিক্ষক মোজাহিদুল ও আলিম শাখার ছাত্র রোকনুজ্জামান। থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাখিল বাংলা ১ম পত্র নৈব্যত্তিক পরীক্ষার প্রশ্নপত্র ৯টা ৩০মিনিটে রোকনুজ্জামানের হটসঅ্যাপে পাঠান শিক্ষক মোজাহিদুল ইসলাম। পরীক্ষা কেন্দ্রে সরবরাহের উদ্দেশ্যে ওই ফাযিল মাদ্রাসার একটি কক্ষে বসে ৩জন শিক্ষক সেই প্রশ্নের সমাধান করতে থাকেন। ৯টা ৪০ মিনিটে এক সংবাদকর্মী সেখানে ঢুকে ঘটনার ভিডিও ধারণ করেন। এসময় প্রশ্নপত্র সংযুক্ত মোবাইলফোনটি রেখে রোকনুজ্জামানসহ ৩শিক্ষক সটকে পড়েন। পরে কিশোরগঞ্জ সরকারি কলেজ দাখিল পরীক্ষা কেন্দ্রের সদস্য সচিবের মাধ্যমে অভিযুক্তদের ডেকে আনেন। মেবাইল দিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা স্বীকার করলে ইউএনও তাদেরকে আটক করে নিজ কার্যালয় থেকে থানায় পাঠান। পরদিন কেন্দ্র সচিব মোজাফ্ফার হোসেন বাদি হয়ে আটক দুইজনের বিরুদ্ধে থানায় মামলা দেন। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করার জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। ওসি আশরাফুল ইসলাম জানান, এঘটনায় পাবলিক পরীক্ষা অপরাধ আইনে মামলা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।