বাংলারজমিন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাস্বত্ব দিবসের সেমিনার
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৩ এপ্রিল ২০২৫, বুধবারবিশ্ব মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) দিবস উদযাপন উপলক্ষে মানুষের সৃজনশীলতা ও উদ্ভাবনী অবদানকে সম্মান ও স্বীকৃতি জানাতে গাজীপুর কৃষি
বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবসের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)
কর্তৃক আয়োজিত সেমিনারটি গতকাল আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারের আলোচনায় মেধাস্বত্ব অধিকারের সাথে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত জাতসমূহ ও প্রযুক্তির
আন্তর্জাতিক মেধাস্বত্ব লাভের বিষয়টি গুরুত্ব পায়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। দেশের কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে
সর্বপ্রথম গাকৃবিতে অনুষ্ঠিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠান পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ গোলাম রসুল বক্তব্য রাখেন। কী-নোট স্পিকারের
উপস্থাপনায় মেধাস্বত্ত্ব অধিকার যেমন - পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ডিজাইন
ইত্যাদির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি উদ্ভাবন ও শিল্প-সাহিত্যকে কীভাবে অর্থনৈতিক
উন্নয়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় সে বিষয়টি আলোচিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে
ড. মাছুমা হাবিব বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন
অপরিহার্য, আর মেধাস্বত্ব সে উদ্ভাবনকে সুরক্ষা দেয়। কৃষি খাতেও মেধাস্বত্ব সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।