ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রাজশাহীতে সাড়ে ৬ কেজি হিরোইন ১৩ লক্ষ টাকাসহ গ্রেপ্তার ১

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবার

রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লক্ষ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার তিরিন্দা ভাজানপুর এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা অফিস অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
বিকেলে নগরীর লিলি হলের মোড় এলাকায় সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. গোলাম আজম এসব তথ্য জানান।
গ্রেফতার আসামির নাম মো. তারেক হোসেন (৩৬)। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে বাদামী বর্ণের ৮টি পলি প্যাকেটে ৫০০ গ্রাম করে ৪ কেজি এবং একই বস্তায় ২৫ প্যাকেটে ১০০ গ্রাম করে আরও আড়াই কেজি হেরোইন পাওয়া গেছে। এছাড়া তার কাছে মাদক বিক্রির ১৩ লক্ষ টাকা, একটি মোবাইল ও ইলেকট্রিক সীল মেশিন জব্দ করা হয়েছে। গম ও ভুট্টার বস্তার আড়ালে এগুলো লুকানো ছিল।
সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. গোলাম আজম বলেন, বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের টিম তাকে আটক করে। পরে সে মাদকের কথা স্বীকার করে। তার নিজস্ব খামার ও মার্কেট রয়েছে। সেখানে তাকে নিয়ে গিয়ে সাড়ে ৬ কেজি হেরোইন ও ১৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়। অধিদফতরের ইতিহাসে এযাবতকালের সর্ববৃহৎ হেরোইন চালান এটি। আটক আসামি হেরোইন চোরাচালানের গডফাদার। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের অন্যান্য হোতাদের নজরদারিতে রাখা হয়েছে। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদও জানান তিনি।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন বলেন, আফগানিস্তানে আফিম নিষিদ্ধ হয়েছে। সেটা পুরোপুরি মিয়ানমারে শিফট হয়েছে। যেহেতু বাংলাদেশের সাথে মিয়ানমারের বর্ডার আছে। তাই দেশে মাদক ঢুকা সহজ হয়েছে। সেক্ষেত্রে এখানে ঢুকছে। তবে ডিএনসি বসে নেই। ধরা পড়ছে বেশি, আইনের আওতায় আসছে। 
সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা অফিসের উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, আটক তারেক আমাদের নজরদারিতে ছিল। আমাদের তৎপরতায় সে আটক হয়েছে। আইও নিয়োগ হয়েছেন। ঘটনার তদন্ত হবে। জব্দ হেরোইনের দাম প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
আশুগঞ্জ ট্রেন স্টেশন বি-গ্রেড পুনর্বহালের দাবিসহ বিভিন্ন দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।। দাবি পূরণ না হলে সড়ক পথ ও রেলপথ অবরোধের ঘোষণা।।   
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
দুটি সেতু ও স্টেশন এর আশেপাশে বেড়ে গিয়েছিল ছিনতাই। সংকেত বাতির সেবা না থাকায় অনুমান নির্ভর করে ট্রেন যাত্রাবিরতি দেয় ও ছেড়ে যায়। নানা স্বল্পতায় দুর্ভোগ চরমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশন। রাতে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ডি-গ্রেডে অবনমনের প্রতিবাদে ও বি-গ্রেডে পুন:বহালের দাবিসহ শিল্পনগরী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে বিভিন্ন দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।    

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ রেল স্টেশনের ১ নং প্লাটফর্মে দুই ঘন্টাব্যাপী ঐক্যবদ্ধ আশুগঞ্জ এর ব্যানারে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠনসহ সাধারণ লোকজন মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে রেলপথ অবরোধ করার ঘোষণা দেন।  

এর আগে সকালে নোয়াখালি থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এঙপ্রেস ট্রেনের যাত্রীদের মাঝে ৫ শতাধিক গোলাপ ফুল ও ১ হাজারেরও বেশি পানির বোতল বিতরণ করেন ঐক্যবদ্ধ আশুগঞ্জ এর সদস্যরা। এসময় ট্রেনের লোকেমেটিভ মাষ্টার, গার্ড, স্টুয়ার্ড ও উপকূল এঙপ্রেস ফেসবুক পেজের এডমিনদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।    

দুই ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, শহর শিল্প ও বনিক সমিতির সভাপতি মো. গোলাম হোসেন ইপটি, উপজেলা জামায়াত আমীর মো. শাহজাহান, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোবারক হোসেন, চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান,  সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, যুবদল সভাপতি আলমগীর খান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক এনামুল হক , আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক কাউছার আলম  সহ অনেকেই বক্তব্য রাখেন।  

এছাড়াও মানবিক আশুগঞ্জ এর সভাপতি আলাউদ্দিন আহম্মেদ, ব্লাডফর আশুগঞ্জের উপদেস্টা হাসান ইমরান, ব্লাডফর আশুগঞ্জের উপদেস্টা  রাহাদ হোসেন , আশ্রয় বিদ্যাপীঠ এর সিনিয়র সংগঠক  এরশাদ আহমেদ, এনসিপি  নেতা আমিনুল ইসলাম ডালিম, মানবিক আশুগঞ্জ এর সংগঠক মার্জিত সরকার, সেচ্ছাসেবী মোস্তফা সরকার, ইশতিয়াক আশিক, জালাল হোসাইন সাদ্দাম, এ আর অপু, জুনায়েদ আহমেদ  জনি, শরিফ খান, দিপু মোল্লাসহ বিভিন্ন সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনসহ আশুগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।    

এ সময় বক্তারা বলেন, আশুগঞ্জ হচ্ছে বাংলাদেশের অন্যতম শিল্প ও বন্দর নগরী। এখানে আটটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রয়েছে যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার লোকজন চাকরির সুবাদে বসবাস করেন। এখানে চাহিদার তুলনায় ট্রেনের যাত্রাবিরতি ও আসন বরাদ্দ খুবই নগন্য। যার কারনে যাত্রীদের চলাচলে খুবই সমস্যায় পড়তে হচ্ছে। কয়েক বছর আগে কোন কারণ ছাড়াই স্টেশনটিকে ডি গ্রেড থেকে বি গ্রেডে নামিয়ে আনা হয়। এখানে সংকেত বাতির ব্যবস্থা নেই। আগুগঞ্জ-ভৈরবের মাঝামাঝি সেতুতে প্রতিনিয়ত ট্রেন থেকে ছিনতাই হচ্ছে। যার কারনে আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেডে পুন:বহাল। বি গ্রেডের সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন। স্টেশন মাস্টার ও আধুনিক সিগনালিং সিস্টেমের ঘাটতির কারণে যাত্রী ওঠানামায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে তাই দ্রুত সিগন্যালিং ব্যবস্থা শুরু করা। ঢাকা ও চট্রগ্রামগামী, সুবর্ণচর এঙপ্রেস, চট্টলা এঙপ্রেস, মহানগর গোধূলি ও পারাবত এঙপ্রেস ট্রেনের স্টপিজের ব্যবস্থা , সুপেয় খাবার পানি ও টয়লেটের ব্যবস্থা, টিকিট কালোবাজারি ও স্টেশনে অসামাজিক কার্যকলাপ বন্ধে জি আর পি ফাড়ির ব্যবস্থা, রাত্রিকালীন আলো ও ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা, পর্যাপ্ত লোকবলের ব্যবস্থা, প্রথম ও দ্বিতীয় প্লাটফর্মের পরিধি বৃদ্ধি, উন্নতমানের ভিআইপি বিশ্রামাগার স্থাপন, দ্বিতীয় শেণির বিশ্রামাগারের উন্নয়ন ও সমপ্রসারণ, স্টেশনের আউটারে ও রেলসেতু এলাকায় নিরাপত্তা বেস্টনী তৈরি করার দাবি জানান তারা। এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে সড়ক পথ ও রেলপথ অবরোধ করার ঘোষণা দেন বক্তারা।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status