বাংলারজমিন
কুমিল্লায় কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবারকুমিল্লা নগরীর সদর দক্ষিণে কাভার্ড ভ্যান চাপায় ইমন সরকার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বড় ভাই সুমনের সঙ্গে হাসপাতাল পরিদর্শনে যাওয়ার পথে ওই এলাকার ২১নং ওয়ার্ড (টমসমব্রীজ) রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত ইমন সদর দক্ষিণের রামপুর মহল্লার কুদ্দুস মিয়ার ছেলে ও একটি ঔষধ কোম্পানিতে বিক্রয়কর্মীর কাজ করতেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কের পাশে যত্রতত্র সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠা এবং দিনের বেলায় নগরীতে কাভার্ড ভ্যান প্রবেশের কারণে এমন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা সড়ক নিরাপত্তা এবং নগর পরিকল্পনার উপর প্রশ্ন তুলেছে।
পুলিশ জানায়, সকালে রামমালা এলাকায় পানির ট্যাংকির সামনের সড়ক দিয়ে ভাইয়ের সঙ্গে মোটরবাইকে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। এতে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।