ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবার

সুনামগঞ্জে ইঞ্জিন চালিত নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিঙ সামগ্রী জব্দ করেছে বিজিবি। যার বাজার মূল্য ৪০ লাখ ১২ হাজার ৯শত ২০ টাকা। গতকাল মঙ্গলবার ভোররাতে শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য আটক করে বিজিবি।
জানা যায়, সুনামগঞ্জ ২৮ বিজিবি  ব্যাটালিয়নের সদর দপ্তরের আভিযানিক একটি টহল টিম টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকা, ভারতীয় বেটনোবিটসি, হোয়াইটটোন, পন্ডসব্রাইটক্রিম ও অন্যান্য কসমেটিঙ আইটেমসহ মোট ৬১৩০ পিস কসমেটিঙ সামগ্রী, ৪ হাজার ১৭০ প্যাকেট বিস্কুট জব্দ করে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সুনামগঞ্জ জেলা প্রশাসেনর সহকারী কমিশনার, এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সুনামগঞ্জ ২৮বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে  নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status