বাংলারজমিন
ইটনায় চাচার হাতে ভাতিজা খুন
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৩ এপ্রিল ২০২৫, বুধবারকিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার হাতে মোকারিম মিয়া (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্রামে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোকারিম বিরারভিটা গ্রামের ফারুক মিয়ার ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।
নিহত মোকারিমের আরেক চাচা মো. হারুন মিয়া জানান, সোমবার বিকালে মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় বাবুল ও তার পরিবারের লোকজন মোকারিমের ওপর হামলা চালায়। এ সময় তারা মোকারিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌগাংগা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মারা গেছে।
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। এ ছাড়া এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।