বাংলারজমিন
লালপুরে পৃথক ঘটনায় কৃষক ও ট্রাক ড্রাইভারের মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবারনাটোরের লালপুর উপজেলায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে রাজন (২৫) ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু আহমেদ (৪০) নামে দু’জনের মৃত্যু হয়েছে। গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। রাজন উপজেলার আড়বাব ইউনিয়নের হাবিবপুর গ্রামের জামরুল ইসলামের ছেলে ও রাজু লালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের আমির হোসেনের ছেলে। জানা যায়, গত ১২ই এপ্রিল হাবিবপুর গ্রামের রাজন তার নিজস্ব কৃষি জমিতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এদিকে গত ১৮ই এপ্রিল মহেশপুর গ্রামের ট্রাক ড্রাইভার রাজু আহমেদ ময়মনসিংহে ট্রাকের মাল আনলোড করার সময় ঝুলন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান জানান, বিষক্রিয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।