বাংলারজমিন
কমলনগরে ইউপি সদস্যের বাড়িতে চুরি, মালামাল লুট
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবারলক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চরলরেন্স ইউনিয়নের পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য আবুল কাশেমের ঘরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরচক্র নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাড়ির মালিক ওই ইউপি সদস্য আবুল কাশেম জানান, তারা পারিবারিক কাজে সবাই ঢাকায় অবস্থান করছেন। সোমবার চোরচক্র তালা ভেঙে ঘরে ঢুকে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন তিনি। কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘরে কেউ না থাকার সুযোগে হয়তো চুরির ঘটনা ঘটছে। লুট হয়েছে আমরা খোঁজ খবর নিচ্ছি।