বাংলারজমিন
মেহেরপুরে ভুট্টা ক্ষেত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবারমেহেরপুরে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকাল ৩টার দিকে জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের পুলতলার মাঠের আব্দুল খালেকের ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল খালেক তার ভুট্টা ক্ষেত দেখতে এসে দুর্গন্ধ পান। এ সময় ক্ষেতের মধ্যে গিয়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে গাংনী থানা পুলিশের একটি দল সেটি উদ্ধার করে। গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, উদ্ধারকৃত মরদেহটি গলে গেছে। এ কারণে পরিচয় শনাক্ত করা যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে।