বাংলারজমিন
‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে গড়ে উঠবে উন্নত রাষ্ট্র’
লালমনিরহাট প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবারবিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি’র ঘোষিত ৩১ দফার ভিত্তিতে জাতীয় ঐকমত্য সরকার গঠন করলে সুন্দর একটি রাষ্ট্র গড়ে উঠবে পাশাপাশি জাতি পাবে একটি সুন্দর দেশ। ৩১ দফা সাধারণ মানুষের জন্য যা আগে ছিল ২৭ দফা তা এখন ৩১ দফায় পরিণত হয়েছে মানুষের চাহিদায়। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন করে সবার মতে মানসম্মত দেশ গড়বে। মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র সভাপতিত্বে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃতা এক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সংস্কার আর নির্বাচন মধ্যদিয়ে একটি সুন্দর নির্বাচন চায় বিএনপি। জেলা পরিষদ কাম অডিটোরিয়ামে সেমিনারে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ ছাড়া বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃতা এক সেমিনারে ভার্চ্যুয়ালে বিকাল ৪টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগদান করেন।