বাংলারজমিন
বালাগঞ্জে মাদ্রাসাছাত্র নিখোঁজ
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবারসিলেটের বালাগঞ্জ উপজেলা থেকে সাইফুল ইসলাম নামের ১৩ বছরের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। সে বালাগঞ্জ উপজেলা সদরস্থ নবীনগর এলাকার রিকশাচালক সিরাজ মিয়ার ছেলে। সে উপজেলা সদরস্থ তাহফিজুল কোরআন একাডেমির হিফজ বিভাগের ছাত্র। ওই একাডেমির শিক্ষকরা জানিয়েছেন, ইতিমধ্যে সে ১২ পারা হিফজ সম্পন্ন করেছে। জানা গেছে, ঈদের ছুটিতে সাইফুল বাড়িতে ছিল। ছুটি শেষে মাদ্রাসা খোলার পর ৬ই এপ্রিল বিকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়ে বালাগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। তার গায়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল গেঞ্জি ও পাজামা। তার বাবা-মা পাগলপ্রায় অবস্থায় বিভিন্ন জায়গায় ছেলেকে হন্যে হয়ে খুঁজছেন।