বাংলারজমিন
দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে ২৪ ঘণ্টা অনশনে চবি’র চারুকলার ৯ শিক্ষার্থী
চবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরাতে টানা ২৪ ঘণ্টা ধরে অনশন করছে ইনস্টিটিউটের ৯ জন শিক্ষার্থী। এর মধ্যে দু’জন শিক্ষার্থী অসুস্থ হওয়ায় তাদের স্যালাইন দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন তারা। গতকাল সরজমিন দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গত সোমবার দুপুর ৩টা থেকে অনশন শুরু হয়েছে যা প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান ছিল। অনশনরত শিক্ষার্থীরা হলেন- মো. শাহরিয়ার হাসান সোহেল, খন্দকার মাসরুল আল ফাহিম, নূর ইকবাল সানি, ইসরাত জাহান ইয়ামিন, মালিহা চৌধুরী, ইসরাত জাহান, নুসরাত জাহান ইপা, তরিকুল ইসলাম মাহী ও মাহমুদুল ইসলাম মিনহাজ। শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা সংহতি জানিয়েছে।
অনশনরত শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে গত বছরের ডিসেম্বরে জানানো হয়েছিল যে এ বছরের ৩১শে মার্চের মধ্যেই এই স্থানান্তর সম্পন্ন করা হবে। সে সময়সীমা পেরিয়ে গেলেও এখনো তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ লক্ষ্য করা যায়নি। আমরা গতকাল দুপুর থেকে অনশন করছি। দু’জন অসুস্থ হয়ে গেছে। এর আগে আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে ফেরার আন্দোলন করেছি। প্রশাসন আমাদের আশ্বাস দিলেও চারুকলা ক্যাম্পাসের আলোর মুখ দেখছে না। এখানে আমাদের চারুকলার যেসব শিক্ষক রয়েছেন তারাই মূলত বাধা প্রদান করছেন। আমরা এভাবে শুধু আন্দোলনই করে যাবো? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের মৃত্যু হলেও অনশন ভাঙবো না।
উল্লেখ্য, আবাসন সংকট, জীবনযাত্রার অত্যধিক খরচ, চারুকলার ভবনসমূহের বেহাল দশাসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত থাকার কারণে দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে ফিরতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।