বাংলারজমিন
সদরপুরে হত্যা মামলার আসামি দুই ভাই গ্রেপ্তার
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবারফরিদপুরের সদরপুর থানার হত্যা মামলার পলাতক আসামি আপন দুই ভাই সম্রাট (২৫) ও সাজিত (২৩)কে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। সোমবার (২১শে এপ্রিল) রাত ১০টার দিকে সদরপুর থানার এসআই হাসিবুলের নেতৃত্বে রাজধানী ঢাকার খিলক্ষেত থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বর ডাঙ্গি গ্রামের মফিজ ওরফে শুক্কুর মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ই নভেম্বর ২০২৪ সালে উপজেলার সাড়ে সাতরশি বাজারে মারামারির ঘটনায় খুন হন উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আকনডাঙ্গী গ্রামের কবির উদ্দিন আকন (৫০) নামের অটোরিকশার ড্রাইভার। এ ঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে সদরপুর থানায় আপন দুই ভাইসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ পাঁচ মাস পর এজাহারভুক্ত আসামি দুই ভাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সদরপুর থানার ওসি নাজমুল হাসান জানান, রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে সম্রাট ও সাজিতকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।