ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চাকরি ও বকেয়া বেতন দাবি

ওসমানী মেডিকেলে হরিজনদের কর্মসূচি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৩ এপ্রিল ২০২৫, বুধবার

ওসমানী মেডিকেলে নিয়োগপ্রাপ্ত আউটসোর্সিং কর্মচারীরা বিপাকে পড়েছেন। ৬ মাসের নিয়োগ শর্তের বিপরীতে কোম্পানি জনপ্রতি লাখ টাকা হাতিয়ে নিলেও দুর্ভোগের শেষ নেই তাদের। কারও কাজ বুঝিয়ে দেয়া হচ্ছে না। আবার কেউ কেউ কাজ করলেও কাগজপত্রে তাদের নেয়া হচ্ছে না স্বাক্ষর। ফলে কোম্পানি নতুন নতুন অজুহাত সৃষ্টি করে বেতন ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। নিয়োগ বাণিজ্যের মূলহোতা বিতর্কিত রুবেল আহমদ, সামছু আহমদ ও জসীম উদ্দিন। বকেয়া বেতন ও চাকরি ফিরে পেতে গতকাল মেডিকেলে অবস্থান কর্মসূচি পালন করছেন হরিজন সম্প্রদায়ের লোকেরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষে আশ্বাসে তারা মেডিকেল ছাড়েন। এর আগে হরিজন সম্প্রদায়ের সহ-সভাপতি পান্নু লাল ‘সাউদিয়া সিকিউরিটি সার্ভিস লিমিটেড’-এর বিরুদ্ধে একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য পরিচালক সিলেট কার্যালয় থেকে গত ২৪শে মার্চ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর একটি নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে উল্লেখ করা হয়- সিলেট জেলার হরিজন সম্প্রদায়ের পক্ষে হরিজন সম্প্রদায়ের সহ-সভাপতি পান্নু লালের বিষয়টি আমলে নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগে দুর্নীতিবাজ ‘সাউদিয়া সিকিউরিটি সার্ভিস লিমিটেড’-এর টেন্ডার বাতিল ও হরিজন সম্প্রদায়ের ৪০ জন লোকের চাকরি ফিরে পাওয়ার আবেদন প্রেরণ প্রসঙ্গে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। কিন্তু দীর্ঘ একমাস অতিবাহিত হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে বাধ্য হয়ে হরিজন সম্প্রদায়ের লোকজন আন্দোলন করেছেন। সিলেট জেলা হরিজন সম্প্রদায়ের সহ-সভাপতি পান্নু লাল জানিয়েছেন, গালফ ও আল আরাফাহ সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে তৎকালীন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া আমাদের সম্প্রদায়ের ৪০ জন লোককে হাসপাতালে নিয়োগ প্রদান করেন। তখন তারা সবাই সিলেট সিটি করপোরেশনে চাকরিতে ছিল। কিন্তু মেডিকেলের পরিচ্ছন্নতার স্বার্থে পরিচালক আমাকে বলেন। পরে আমি এই ৪০ জন লোককে সিটি থেকে চাকরি বাদ দিয়ে হাসপাতালে নিয়োগ করি। তাদের নিয়োগের মেয়াদ রয়েছে চলতি বছরের জুন মাস পর্যন্ত। কিন্তু সাউদিয়া সিকিউরিটি সার্ভিসের রুবেল ও সামছু আমাদের লোকদের চাকরি থেকে বাতিল করে দিয়েছে। পরে আমি রুবেল ও সামছুর সঙ্গে যোগাযোগ করলে তারা আমাকে টাকা দিয়ে নিয়োগ চূড়ান্ত করার কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে- সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status