ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বিএসএফের নির্যাতনের শিকার দুই বাংলাদেশিকে ফেরত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে ভারতে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে সোমবার বিকাল ৬টার দিকে স্থানীয় বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ ও মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ-আল মামুনের সহযোগিতায় সীমান্তের ১৯৮৮ নং পিলারের পাশে ভারতের বিএসএফের সঙ্গে একটি পতাকা বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে দুই বাংলাদেশিকে বাংলাদেশের আইনে ব্যবস্থা নেয়ার শর্তে ফেরত দেয়া হয়। বিজিবি’র পক্ষ থেকে মাধবপুর থানায় একটি ডাইরি দায়ের করা হয়েছে। বর্তমানে যা পুলিশ তদন্ত করছে। নির্যাতনের শিকার কৃষকরা হলেন, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবদুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)।
এর আগে ভিডিওতে দেখা যায়, বিএসএফ সদস্যদের সামনেই সেখানকার কিছু উচ্ছৃঙ্খল জনতা বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্যাতন চালাচ্ছে। পরে বিএসএফ এর পিকআপ ভ্যানে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়। এ সময় নিরীহ দুই কৃষককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় বাংলাদেশের সীমান্ত এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা শেখ জাহান রনি জানান, দুই বাংলাদেশিকে কীভাবে বিএসএফ’র সহযোগিতায় নির্যাতন করা হয়? এটা চরম মানবাধিকারের লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কূটনৈতিকভাবে এটি মোকাবিলা করা উচিত।
ভারতীয় বিএসএফ সূত্রে জানা যায়, বাংলাদেশি দুই নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন। এজন্য তাদেরকে আটক করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ-আল মামুন জানান, দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিজিবি’র মাধ্যমে আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে মারধর করা হয়েছে এমন কথা তারা বলেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status