ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

যত দোষ উইকেটের!

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

(২ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৮:১৪ অপরাহ্ন

mzamin

টেস্ট ক্রিকেটে দুই যুগ পেরিয়ে গেছে বাংলাদেশ দলের। কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত দলের সবচেয়ে বড় দূর্বলতার নাম ব্যাটিং। এখন পর্যন্ত দেশে বিদেশে বেশির ভাগ হারের পর ক্রিকেটাররা কাঠগড়াতে দাড় করান উইকেটকে। যেন যত দোষ উইকেটেরই! আজও দেশের ১৫২ তম টেস্টে এসে সেই একই অযুহাত। সাবেক অধিনায়ক ও টেস্ট দলের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল হক সৌরভ জানালেন ক্রিকেটের উন্নতি বড় অন্তরায় দেশের উইকেট।

প্রথম ইনিংসে ফিফটি হাঁকিয়ে আউট হয়েছেন মুমিনুল। আজ দ্বিতীয় ইনিংসে মাত্র তিন রানের জন্য ফিফটি পাননি। দলের স্কোর বোর্ডে ১৯৪ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। চতুর্থ দিন ব্যাট করতে নেমে দুই ব্যাটার আউট হয়েছেন ত্রিশের বেশি রান করে। উইকেট উপহার না দিলে স্কোরটা আরো বড় হতে পারতো। এমননি জিম্বাবুয়ে বড় লক্ষ্য দেয়ার সম্ভাবনাও বাড়তো। 

তবে নিজেদের ব্যর্থতা স্বীকার না করে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় তো যতদিন উইকেট পরিবর্তন না হবে ততদিন মান বাড়বে না। এখানে যে উইকেটে খেলা হয়েছে এরকম উইকেট থাকলে পেসাররা উৎসাহী হবে, উইকেটটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। প্রত্যেকটা বিভাগে সেরকম সুযোগ-সুবিধা তৈরি করে দেওয়া উচিত। আর বিদেশী খেলোয়াড়দের সুযোগ দিলে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। কিন্তু সেখানে আরেকজন বোলার সুযোগ পাবেন না, ওই জায়গাটা সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে তো একটা ঘাটতি থেকে যাচ্ছে। তখন এক জায়গায় লাভ হচ্ছে আরেক জায়গায় লস হচ্ছে।’ 

অন্যদিকে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীম শেষ ১৩ ইনিংসে ক্রমাগত ব্যর্থ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে দুই ইনিংসে সমান ৪ রান করে আউট হয়েছেন। ৯৫ টেস্ট খেলা এই ব্যটারের  সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তার ব্যর্থতা নিয়ে মুমিনুল দাড় করালেন অযুহাত। তিনি বলেন, ‘আমি তাকে নিয়ে কোনোভাবে চিন্তিত না। উনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। উনি জানেন কীভাবে ঘুরে দাঁড়াতে হবে কীভাবে রান করতে হবে। আমার কাছে মনে হয় সবার যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না, উনি বাংলাদেশ দলের জন্য কী করেছেন। আর উনার রান কতটা গুরুত্বপূর্ণ ছিল, কতটুকু কী করতে পারেন। আর মাঝেমধ্যে তো ম্যান অব দ্য ইনিংস খেলেন। আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো কিছু ভুলে যাওয়া উচিত না। উনি যা অর্জন করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য, আমার কাছে মনে হয় উনি এখন আরো ভালোভাবে টেস্ট ক্রিকেট খেলতে পারবেন, যেহেতু দুইটা ফরমেট থেকে অবসর নিয়েছেন। এখন একটা ফরমেটে মনোযোগ দেবেন। এজন্য মনে হয় আগের থেকে আরো ভালো খেলতে পারবেন, একটা ফরমেটে যখন খেলবেন তখন একটা লাইনে থাকবেন তখন পারফর্ম করাটা সহজ হয়ে যায়।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status