খেলা
‘হৃদয় দুই ম্যাচে নিষিদ্ধ তা আমরাও জানি না’
স্পোর্টস রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:২৬ অপরাহ্ন

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা কমানো নিয়ে চলছে তোলপাড়। এর মধ্যে মঙ্গলবার বিষ্ফোরক মন্তব্য করেন দলটির ওপেনার রনি তালুকদার। তার দাবি হৃদয়ের নিষেধাজ্ঞা ব্যাপারে মোহামেডানের খেলোয়াড়রা কেউই জানতো না।
ডিপিএলে লীগ পর্বের শেষ ম্যাচে আম্পায়ারদের সঙ্গে অসাদাচরনের জন্য প্রথমে এক ম্যাচ নিষিদ্ধ হন হৃদয়। এরপর আম্পায়ারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শাস্তি বাড়িয়ে দুই ম্যাচ ও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু দেখা যায় সুপার লীগের দ্বিতীয় ম্যাচেই মাঠে নেমেছেন মোহামেডান অধিনায়ক। এতে তার শাস্তি কমানোর প্রক্রিয়া নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অথচ সুপার লীগের প্রথম ম্যাচে মোহামেডানকে নেতৃত্ব দেওয়া রনি নাকি জানতেন না হৃদয় নিষিদ্ধ!
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে রনি বলেন, ‘এ বিষয়টি কোচ জানতে পারে, ম্যানেজার জানতে পারে, ক্লাব জানতে পারে। তবে আমরা প্লেয়াররা এটা নিয়ে চিন্তা করি নাই এবং আমরা জানিও না।’ প্লেয়ার হিসেবে আমরা শুনেছিলাম হৃদয় এক ম্যাচে নিষিদ্ধ। আরেকটা শাস্তি হতে পারে সেটা শুনেছি। তবে সে যে দুই ম্যাচে নিষিদ্ধ তা আমরা জানি না।’