বিনোদন
‘কখনো কম্প্রোমাইজ করিনি’
স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
দেশের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক আরফিন রুমি। ক্যারিয়ারের শুরুতেই অনেক শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। শুধু গেয়েই নয়, গাইয়েও কাছাকাছি সময়ে অন্যতম সফল তিনি। তার সুর ও সংগীতে অনেক সংগীতশিল্পীর গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে, যারা এখন সংগীতে ভালো অবস্থানে রয়েছেন। মধ্যে গান থেকে বিরতি নিলেও এখন ফের গানে সরব এ সংগীত তারকা। গেল ঈদে সিডি চয়েস থেকে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘বেবি ডল’। অন্যদিকে, ঈদ উপলক্ষে প্রকাশিত ‘তোমাদের গল্প’ নাটকে গাওয়া আরফিন রুমির গান ‘মায়াজাল’ বেশ প্রশংসিত হচ্ছে। ঈদে প্রকাশিত নাটকের আরেক গান ‘ঘুম হয়ে যা’ প্রকাশের পরও বেশ ভালো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে সাতদিনে ১৪ লাখের বেশি মানুষ উপভোগ করেছেন গানটি। এদিকে, এরইমধ্যে এ জুটির আরও একটি গানও তৈরি হয়ে আছে, যা কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে। এদিকে, সিডি চয়েসের বাইরেও কোরবানির ঈদে প্রকাশ পাবে রুমির নতুন গান। এ ছাড়াও আরও বেশকিছু প্রজেক্ট নিয়েও বর্তমানে ব্যস্ত এ সংগীতশিল্পী। আরফিন রুমি মানবজমিনকে বলেন, ঈদে প্রকাশিত গানগুলো থেকে ভালো সাড়া মিলেছে। শ্রোতাদের ভালোবাসাটাই তো আসলে শক্তি। তার ওপর ভর করেই নতুন গান তৈরি করি। নাটক, সিনেমা ও অডিও’র গান নিয়মিত করছি এখন। তবে চাপ নিয়ে ভালো কাজ হয় না। কাজের ক্ষেত্রে স্বাধীনতা জরুরি। সময় জরুরি। তাই কম কাজ করছি, মানের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করিনি। সামনেও করবো না। সামনে যে গানগুলো প্রকাশ হবে, সেগুলো শ্রোতাদের ভালো লাগবে বলেও জানান তিনি। এদিকে, ব্যক্তিগত বিষয়কে কখনো গানের সঙ্গে মেলাতে চান না রুমি। দু’টিকে সবসময় আলাদা রাখতেই পছন্দ করেন। এই নীতি মেনেই কাজ করে চলেছেন অবিরত। অন্যদিকে, গানের বাইরে আরফিন রুমি দিলেন একটি সুসংবাদও। ফের বাবা হতে চলেছেন তিনি। আর তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ তারকা।