বিনোদন
যে স্বপ্ন দেখেন রুনা
স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
চরিত্রের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকতে চান অভিনেত্রী রুনা খান। কারণ তিনি মনে করেন, যখন তিনি পৃথিবীতে থাকবেন না, তখনো তার চরিত্রটা বেঁচে থাকবে। তবে কোনো একটি চরিত্রকে স্বপ্নের চরিত্র বলে মনে করেন না তিনি। রুনা বলেন, আমি স্বপ্ন দেখি যে এমন একটি বা দু’টি চরিত্রে কাজ করবো যেটার মধ্যে আমি দীর্ঘদিন বেঁচে থাকতে পারি। আমি জানি না কোন সেই কাজ বা কোন সেই চরিত্র, যা আমাকে অভিনেত্রী হিসেবে বাঁচিয়ে রাখবে। তবে এই স্বপ্নটা আমি দেখি। যেমন আমার পছন্দের সিনেমা ‘সূর্য দীঘল বাড়ি’। এতে ডলি আনোয়ার যে চরিত্রটি করেছেন এই চরিত্রটি তাকে ৩০ বা ৫০ বছর কিংবা তারও বেশি বছর বাঁচিয়ে রাখবে। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমাটিতে রোজী জামান আপা যে চরিত্রটি করেছেন সেটা আমার ভীষণ পছন্দের। মানুষ যখন আরও ৫০ বছর কিংবা আরও ১০০ বছর পরে সিনেমাটি দেখবে তখন রোজী আপার ওই চরিত্রটি বেঁচে থাকবে। রুনা বলেন, আমি একজন ডিরেক্টর আর্টিস্ট। আমার যে কয়টা চরিত্র দর্শকদের ভীষণ ভালো লেগেছে, তার সম্পূর্ণ কৃতিত্ব আমার পরিচালকদের।
যেমন কাজল আরেফিন অমির ‘অসময়’-তে আমি যে উকিল চরিত্রে অভিনয় করেছি, তার জন্য অমি একজন উকিলের সঙ্গে কথা বলে চিত্রনাট্যটা তৈরি করেছে। অ্যামিলি চরিত্রটি দর্শকদের পছন্দ করার পুরো কৃতিত্বই অমি’র।