ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

দুমকিতে বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, সোমবার

পটুয়াখালীর দুমকিতে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনির হোসেন (৪৮)কে আটক করেছে পুলিশ। সে ওই নারীর চাচাতো নাতি বলে স্থানীয়রা জানিয়েছেন। 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বসতবাড়ির ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি  চায় অভিযুক্ত মনির। ভয়ে তিনি দরজা না খোলায় মনির ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করে। টাকা না পেয়ে বৃদ্ধার ছেলে বাবুল খানকে পিটিয়ে জখম করে। একপর্যায়ে বৃদ্ধাকে ধর্ষণ করে হত্যা করে। প্রত্যক্ষদর্শী রশিদা বেগম বলেন, মনিরের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। তবে তার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। পরবর্তীতে ঘর ভাঙার শব্দ পেয়েই ভয়ে আমি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নিয়েছিলাম। 
স্বজনরা জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা। দুমকি থানার পরিদর্শক মো. রফিকুল ইসলাম  বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 
হামলায় আহত বৃদ্ধার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনির নানার বাড়ির সুবাদে এ এলাকায় বসবাস করলেও তার মূল বাড়ি দুমকির লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। তার বাবার নাম হোসেন মিয়া। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status