ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

প্রথম দিনেই চালকের আসনে জিম্বাবুয়ে, ব্যাকফুটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেলো বাংলাদেশ। আগে ব্যাটিং করা নাজমুল হোসেন শান্তর দল গুটিয়ে যায় ১৯১ রানে। এরপর জিম্বাবুয়ে বিনা উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছে। সবমিলিয়ে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে। 

বিনা উইকেটে জিম্বাবুয়ের ফিফটি, ছন্নছাড়া বোলিং বাংলাদেশের 

জিম্বাবুয়ের স্কোরবোর্ডের রান ৫০ ছাড়িয়েছে, এখনও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। 

জিম্বাবুয়ের দারুণ শুরু 

১৯১ রানে অলআউট হওয়ার পর বোলিংয়েও ছন্নছাড়া বাংলাদেশ। জিম্বাবুয়ের দুই ওপেনার বেশ স্বাচ্ছন্দ্যেই সামলাচ্ছেন হাসান মাহমুদ-নাহিদ রানাদের। ৬ ওভারে বিনা উইকেটে তাদের সংগ্রহ ৩৪ রান। 

১৯১ রানেই অলআউট বাংলাদেশ 

দুইশ’ ছোঁয়া হলো না বাংলাদেশের। জাকির আলির (২৮) পর একই ওভারের শেষ বলে ফিরেছেন নাহিদ রানাও। বাংলাদেশ অলআউট ১৯১ রানে।

 

আশা জাগিয়ে ভাঙল জাকির-হাসানের জুটি

অষ্টম উইকেটে ৪১ রানের জুটিতে আশা দেখাচ্ছিল জাকের আলি ও হাসান মাহমুদ। তবে মুজারাবানির বলে ব্যক্তিগত ১৯ রানে ফিরেছেন হাসান। ৬০ ওভারে শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৯১ রান।  

 

চা বিরতির আগে চরম ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা

৪-১২৩ থেকে ৭-১৪৬। ২৩ রানের ব্যবধানে বাংলাদেশ উইকেট হারিয়েছে ৩টি। মেহেদী হাসান মিরাজের পর ব্যক্তিগত ৩ রানে সাজঘরে ফিরেছেন তাইজুল ইসলামও। এই সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। স্কোরকার্ডে ৭০ রান যোগ করতে গিয়ে বাংলাদেশ উইকেট হারিয়েছে ৫টি। ৫০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে টাইগাররা।

 

ব্যক্তিগত ফিফটি করে আউট মুমিনুল, বিপাকে টাইগাররা

শূন্য রানে জীবন পাওয়া মুমিনল করেছেন ব্যক্তিগত ফিফটি। ব্লেসিং মুজারাবানির বলে বাউন্ডারি মেরে টেস্টে ২২তম ফিফটি তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার, সফরকারীদের বিপক্ষে চতুর্থ। আউট হবার আগে করেছেন ব্যক্তিগত ৫৬ রান। এর আগে বাজে শট খেলে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মুশফিকুর রহীম। স্কোরকার্ডে ১ রান যোগ করে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। টানা ৩ উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা। ৪৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৭ রান। ক্রিজে আছেন জাকের আলি ও তাইজুল ইসলাম।

 

দলীয় শতকের আগেই ভাঙল শান্ত-মুমিনুলের জুটি

সিলেটের আকাশ এখন মেঘমুক্ত। বন্ধ হয়ে গেছে ফ্লাডলাইট। তপ্ত রোদও দেখা যাচ্ছে মাঠে। এর মধ্যেই ব্যক্তিগত ৪০ রানে আউট হলেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে শান্ত আর মুমিনুলের জুটি স্কোরকার্ডে যোগ করেছে ৬৬ রান। ৩৩ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৮ রান। ব্যক্তিগত ২৫ রানে টিকে আছেন মুমিনুল। তাকে সঙ্গ দিতে মাঠে এসেছেন মুশফিকুর রহীম।

 

বৃষ্টি শেষে শুরু দ্বিতীয় সেশনের খেলা

লাঞ্চের পর প্রায় আধঘন্টা দেরিতে শুরু হলো দ্বিতীয় সেশনের খেলা। বিরতির আগেই নেমে আসা গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকেনি বেশিক্ষণ। তাই মাঠ শুকাতেও সময় লাগেনি।

 

লাঞ্চের পর বৃষ্টির আগমন 

প্রথম সেশনে ঘন্টাখানেক খেলা হয়েছে ফ্লাইডলাইটের আলো জ্বালিয়ে। লাঞ্চের বিরতিতেই নামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তখন থেকেই ঢেকে রাখা হয়েছে উইকেট। লাঞ্চ শেষ করেও নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। উইকেটের সঙ্গে ঢেকে দেয়া হয়েছে আশেপাশেও।

 

লাঞ্চের আগে শান্ত-মুমিনুলে থিতু বাংলাদেশ

প্রথম সেশনে ২৪ ওভারের খেলা শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মুমিনল হকের জুটি পঞ্চাশ ছাড়িয়েছে। তবে সুযোগ কাজে লাগাতে পারলে রানের খাতা না খুলতে দিয়েই এ জুটি ভাঙতে পারত জিম্বাবুয়ে। শূন্য রানে জীবন পাওয়া মুমিনুল অপরাজিত আছেন ব্যক্তিগত ২১ রানে। ব্যক্তিগত ৩০ রানে অপর প্রান্তে আছেন শান্ত।

 

জোড়া ধাক্কা বাংলাদেশ শিবিরে

দিনের শুরুটা ভালোভাবেই করেছিলেন দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তবে দুজনই ফিরেছেন ক্যাচ দিয়ে। ব্যক্তিগত ১২ রানে গালিতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন সাদমান।  নিয়াশা মায়াবোর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৪ রানে তাকে অনুসরন করেছেন জয়। দু’টি উইকেটই নিয়েছেন পেসার ভিক্টর নিয়াউচি। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান।

 

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০২১-এর পর প্রথমবার টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির টসে জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। নাহিদ রানার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। দলে ফিরেছেন সাদমান ইসলাম।

 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধভেয়ার, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস রয় ওয়েলশ, নিয়াশা মায়াবো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাবা ও ভিক্টর নিয়াউচি।

পাঠকের মতামত

এখন এটাই শুধু বাকি আছে, রাজনীতি করে ক্রিকেট তাকে শেষ করে দিলো সবাই মিলে। এর জন্য খেলেয়ার রা যেমন দায়ী কর্মকর্তারা রা ও কম না। আমরা সবাই রাজনীতি করার জন্য ব্যকুল হয়ে যাই, সবাই। বাংলাদেশ ক্রিকেট আমাদের প্রাণের ক্রিকেট শেষ, শেষ। সাকিব কে সবার আগে কাঠ গড়াই নেয়া উচিৎ,এর ফাঁসিস্ট এর দোসর হইয়ার অনেক তারা ছিলো।

Riaz
২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৭:১৫ অপরাহ্ন

মুশফিকুর রহিম,মেহেদী হাসান মিরাজ তাদের খেলা দেখে মনে হচ্ছে তারা টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছেন।

Shahid Uddin
২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৭:১৫ অপরাহ্ন

জিম্বাবুয়ের ওপেনিং আর আমাদের ওপেনিং অনেক ব্যবধান। সকালে তাদের বোলিং আমাদের চেয়ে বেশী ভালো ছিলোনা। এমন খেলা দেখাও বিরক্তিকর।তবে বাংলাদেশের ইনিংসে যে যেমন করেছে তার যোগ্যতা এতোটুকুই।মুশফিকের খেলায় কষ্ট লাগছে।

mozibur binkalam
২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬:১৯ অপরাহ্ন

জিম্বাবুয়ের ওপেনিং আর আমাদের ওপেনিং অনেক ব্যবধান। সকালে তাদের বোলিং আমাদের চেয়ে বেশী ভালো ছিলোনা। এমন খেলা দেখাও বিরক্তিকর।তবে বাংলাদেশের ইনিংসে যে যেমন করেছে তার যোগ্যতা এতোটুকুই।মুশফিকের খেলায় কষ্ট লাগছে।

mozibur binkalam
২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬:১৪ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status