খেলা
রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল, বিশ্বাস সাকিবের
স্পোর্টস ডেস্ক
(৪ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:০২ অপরাহ্ন

দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। মাত্র ৬ মাসের রাজনৈতিক ক্যারিয়ারে জীবনে আমূল পরিবর্তন এসেছে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট আর দর্শকদের সঙ্গে তর্কে জড়িয়ে আগুনে আরও ঘি ঢেলেছেন তিনি। গত ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেশে ফিরতে পারননি দেশসেরা এই অলরাউন্ডার। তার নামে হয়েছে একাধিক মামলা, জব্দ হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন যে তার রাজনীতিতে আসার সিদ্ধান্তটি ভুল ছিল না। এমনকি তিনি যদি আবার নির্বাচনে অংশগ্রহণ করেন, তবে তার বিশ্বাস যে তিনিই জিতবেন।
রাজনীতিতে যোগ দেয়া প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, ‘দেখুন, আসল কথা হচ্ছে রাজনীতিতে যোগ দেয়া যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে যে-ই রাজনীতিতে যোগ দিক না কেন, সেও ভুল করবে। সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, ব্যবসায়ী হোক, যে-ই রাজনীতিতে যোগ দিক না কেন, সে ভুল করবে। তবে রাজনীতিতে যোগ দেয়া যেকোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে। আমি মনে করি, আমি যখন যোগ দেই তখন সঠিক ছিলাম এবং এখনও বিশ্বাস করি আমি সঠিক ছিলাম। কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা।’ সাকিবের বিশ্বাস যে, যারা মনে করেন সাকিবের রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না, তারা কেউই তার এলাকার মানুষ নন। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘দেখুন, মানুষ যতই বিতর্ক করুক যে আমার রাজনীতিতে আসা সঠিক সিদ্ধান্ত ছিল না, তবে যারা এটি বলছে তাদের বেশিরভাগই আমার এলাকার ভোটার নয়। মাগুরার ভোটাররা অবশ্য ভিন্ন ভাবে চিন্তা করে এবং সেটিই আসল কথা। আমি এখনও বিশ্বাস করি যে আজ আমি যদি নির্বাচনে দাঁড়াই, মাগুরার মানুষ আমাকে ভোট দেবে। কারণ তারা বিশ্বাস করে যে আমি তাদের জন্য কিছু করতে পারব।’
পাঠকের মতামত
ফ্যাসিষ্টের দালাল নির্লজ্জ এই বদমাইশ যেন কখনো এই দেশে ঢুকতে না পারে সেজন্য ব্যবস্হা নেয়া জরুরী।