ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ

স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনদিনের সফরে আজ ঢাকায় আসছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম কোনো প্রতিনিধিদলের সফর হবে এটি। তাদের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গাদের জন্য সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণায় সূত্র জানিয়েছে। 

বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকা আসছেন। সফরের শুরুতে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এরপর তারা পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে মার্কিন প্রতিনিধিদল। 

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ এবং সংস্কার বিষয়ে মার্কিন প্রতিনিধির আলোচনা হবে সরকারের প্রতিনিধিদের সঙ্গে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র সংস্কারের আরোপ করা পাল্টা শুল্ক স্থগিত পরবর্তী মেয়াদে কী হবে তার সুরাহা নিয়েও বাংলাদেশের তরফে আলোচনা উত্থাপন করা হবে। যু্‌ক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই সফরে মিয়ানমার পরিস্থিতিও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত দূতকেও ঢাকায় আনা হচ্ছে। বাংলাদেশে থাকা রোহিঙ্গা নাগরিকদের বিষয় এবং মিয়ানমারের বর্তমান পরস্থিতি দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।  
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status